ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ওয়াসিক বিল্লাহ নোমানী রিমান্ডে 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১২ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৭, ১২ এপ্রিল ২০২১
ওয়াসিক বিল্লাহ নোমানী রিমান্ডে 

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ওয়াসিক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রওশন জাহান শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করে পুলিশ।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার। তিনি বলেন, ওয়াসিক বিল্লাহ নোমানীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেল ৫টার দিকে ময়মনসিংহ শহরের সানকিপাড়ার নিজ বাসা থেকে ওয়াসিক বিল্লাহ নোমানীকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ।

ওয়াসিক বিল্লাহ নোমানী ধর্মান্তরিত হয়ে মুসলিম হওয়ার পর দেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা করে ‘নওমুসলিম বক্তা’ হিসেবে পরিচিতি পেয়েছেন।

সম্প্রতি ওয়াসিক বিল্লাহ নোমানীর ইসলামী সভার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে তাকে বিদ্বেষমূলক কথা বলতে শোনা যায়। এছাড়াও বিভিন্ন সময়ে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 
 

মিলন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়