Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২২ রমজান ১৪৪২

ভাঙ্গুড়া পৌর মেয়র করোনায় আক্রান্ত

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:৪৯, ১৩ এপ্রিল ২০২১
ভাঙ্গুড়া পৌর মেয়র করোনায় আক্রান্ত

পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি দেড় মাস আগে করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন।

সোমবার (১২ এপ্রিল) ল্যাব টেস্টে নমুনা পরীক্ষা করা হলে তার করোনা পজিটিভ আসে।

জানা যায়, মেয়র রাসেল গত মাসের শেষের দিকে প্রশিক্ষণের জন্য ঢাকায় গিয়ে ৫ দিন অবস্থান করেন। সেখান থেকে সর্দি কাশি নিয়ে বাড়ি ফেরেন। পরে গত বৃহস্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন । সোমবার সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত হতে পুনরায় নমুনা সংগ্রহ করে পাবনা পাঠানো হলে সেখানকার ফলাফলও পজিটিভ এসেছে।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হালিমা খানম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়র রাসেল জানিয়েছেন, তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। তার কোন উপসর্গ নেই। তারপরও স্বাস্থ্য সুরক্ষায় তিনি বাসাতেই অবস্থান করছেন।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়