ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভোটার তালিকায় মৃত, মিলছে না করোনার টিকা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ১৩ এপ্রিল ২০২১  
ভোটার তালিকায় মৃত, মিলছে না করোনার টিকা

হাসিনা বানু (ফাইল ছবি)

সরকারি নির্দেশনার পরও কুষ্টিয়ার  কুমারখালী উপজেলার কয়া মহাবিদ‌্যালয়ের অফিস সহকারী হাসিনা বানু পাচ্ছেন না করোনার টিকা।  ভোটার তালিকায় মৃত দেখানোর কারণে এই জটিলতা তৈরি হয়েছে। জেলা নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার তালিকায় তাকে মৃত দেখানো হয়েছে।

এদিকে, করোনার টিকা নিতে না-পারায় প্রতিষ্ঠানের বেতন প্রাপ্তিতেও তাকে ঝামেলায়  পোহাতে হচ্ছে।

হাসিনা বানু বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে ভোট দিতে গেলে ভোটার তালিকায় নিজের নাম না থাকায়  জেলা নির্বাচন অফিসে যোগাযোগ করি।  এ সময় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাকে জানান, আমার স্ট্যাটাস শূন্য। অর্থাৎ আমাকে মৃত বলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’

হাসিনা বানুর প্রশ্ন, ‘আমি জীবিত থেকেও কিভাবে ভোটার তালিকায় মৃত হলাম?’

বিষয়টি নিয়ে হাসিনা বানু নির্বাচন অফিসে যোগাযোগ করলে তাকে আবেদন করতে বলা হয়। সে অনুযায়ী মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি সংশ্লিষ্ট কার্যালয়ে আবেদন করেন।  

এই বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার আনিছুর রহমান বলেন, ‘এটি কোনো ইচ্ছাকৃত  ভুল নয়। বরং কাজের ভুল। তথ্য সংগ্রহকারী ভুল করে জীবিত হাসিনা বানুকে ভোটার তালিকায় এন্ট্রি করার সময় মৃত দেখিয়েছেন। আমি জানার পর এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি।’

/কাঞ্চন কুমার/এনই/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়