ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোরেলগঞ্জে চাল দেওয়ার সময় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

বাগেরহাট  প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৫, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:০১, ১৪ এপ্রিল ২০২১
মোরেলগঞ্জে চাল দেওয়ার সময় হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

বাগেরহাটের মোরেলগঞ্জের বলইবুনিয়া বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা দরে চাল বিতরণের সময় হামলার মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ এদেরকে গ্রেপ্তার করে।

রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন— নলইবুনিয়া এলাকার জাহিদুল ফরাজী, মাসুদ রানা, সেলিম শেখ, সাবু খালিফা, হাসান হাওলাদার, আবিদ হাসান মধু, স্বপন হাওলাদার, মনির শেখ, আনোয়ার শেখ, বাবু চৌকিদার, ফয়সাল শেখ,বাবুল ফরাজী ও রাজীব হাওলাদার।

ওসি মো. মনিরুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশার দায়ের করা মামলার  আসামি ১৩ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এরআগে রোববার (১১ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ডেউয়াতলা বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের সমর্থকদের হামলায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশাসহ অন্তত ১৫ জন আহত হন। এঘটনায় ওইদিন রাতেই ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে মোরেলগঞ্জ  থানায় মামলা দায়ের করেন।

টুটুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়