ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লকডাউনে ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১২:১৩, ১৪ এপ্রিল ২০২১
লকডাউনে ঢাকা-আরিচা মহাসড়ক ফাঁকা

আজ থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। লকডাউন পালনে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশি তল্লাশি চলছে। এ মহাসড়কে জরুরি কিছু পণ‌্যবাহী ট্রাক চলাচল করলেও প্রধান সড়কটি ফাঁকা রয়েছে।

বুধবার ( ১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কাভার্ডভ্যান চালক চালক হুমায়ুন মিয়া বলেন, ‘ট্রাকে জরুরি ওষুধ নিয়ে ফরিদপুর যাচ্ছি। তবে ঢাকা আরিচা মহাসড়কে তেমন কোনো চাপ নেই। কাভার্ডভ্যানে জরুরি ওষুধ থাকায় তেমন কোনো সমস্যা হয়নি।’

উকিয়ারা এলাকার তোফাজ্জল হোসেন বলেন, ‘ব্যাংকে জরুরি কাজ থাকায় মুভমেন্ট পাশ নিয়ে বের হয়েছি । বাসস্ট্যান্ডে পুলিশি তল্লাশি থাকাতে লোকজনের আনাগোনা গতকালের চেয়ে কমেছে। তবে অনেকেই যারা কাজ ছাড়া বের হয়েছেন তাদের আরও সচেতন হওয়া উচিত।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর ( টিআই) আবুল হোসেন জানান, ঢাকা আরিচা মহাসড়কে জরুরি সেবা ছাড়া কোনো গাড়ি চলছে না। তবে অনেকেই মোটরসাইকেল নিয়ে মুভমেন্ট পাশ ছাড়া শহরে ঢোকার চেষ্টা করছেন। জরুরি কাজ ছাড়া যারা বের হয়েছেন, তাদের কাগজপত্র যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়