ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনে ফাঁকা ময়মনসিংহের সড়ক

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউনে ফাঁকা ময়মনসিংহের সড়ক

দ্বিতীয় দফা সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ময়মনসিংহে কড়াকড়ির মধ্যে পালিত হচ্ছে। কেউ ঘর থেকে রাস্তায় আসলেই পুলিশের বাঁধার মুখে পড়তে হচ্ছে। উপযুক্ত কারণ না দেখাতে পারলেই ঘটছে বিপত্তি। এদিকে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে পুলিশের পাশাপাশি আছে র‌্যাবের টহল।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই নগরীর ব্যস্থতম সব সড়ক ছিল ফাঁকা। দু’একটি রিকশা ও অটোরিকশা ছাড়া রাস্তায় তেমন কোনো যানবাহন দেখতে পাওয়া যায়নি। তবে দু’একটি ব‌্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। লকডাউনের কারণে ভোগান্তিতেও পড়ছে হয়েছে কিছু মানুষকে। এদিকে, কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি না মেনেই ক্রেতা-বিক্রেতাকে চলাচল করতে দেখা গেছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার বলেন, ‘ময়মনসিংহ নগরীতে পুলিশের ১৩টি টিম লকডাউন বাস্তবায়নে কাজ করছে। জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে বের না হওয়ার জন্য অনুরোধ করছি।’

ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হক বলেন, ‘লকডাউন বাস্তবায়নে প্রতি উপজেলায় একটি করে এবং সিটি করপোরেশন এলাকায় ৬টি ভ্রাম্যমাণ আদালত টিম কাজ করছে।’ লকডাউন বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

মাহমুদুল হাসান/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়