Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৬ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ২ ১৪২৮ ||  ০২ শাওয়াল ১৪৪২

লকডাউনের প্রথম দিনেই দোকান খোলার চেষ্টা, অতপর...

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:০২, ১৪ এপ্রিল ২০২১
লকডাউনের প্রথম দিনেই দোকান খোলার চেষ্টা, অতপর...

এক সপ্তাহের লকডাউনের একদিনও তর সইছিলো না কিছু ব্যবসায়ীর। ঈদের বেচা-কেনা করতে গোপনে দোকান খুলে বেচা-কেনাও শুরু করে দিয়েছিলেন বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই।

কিন্তু বাধ সাধলো বেরসিক প্রশাসন। ঘটনা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা সদরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন জানান, লকডাউনের নির্দেশনা অমান্য করে হাটহাজারীতে কিছু ব্যবসা প্রতিষ্ঠান গোপনে খোলা রেখে ব্যবসা করছিলো। অভিযান চালিয়ে তাদের সতর্ক করে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউএনও জানান, অভিযানে দেখা গেছে কতিপয় ব্যবসায়ী দোকানের শার্টার অল্প খোলা রেখে বেচা-কেনা করছেন। সরকারের নির্দেশনা না মেনে তারা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছেন। ফলে তাদের সতর্ক করে সচেতন হওয়ার এবং ঘরে থাকার আহ্বান নির্দেশনা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়