ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মাগুরায় সরকারি দামে বিক্রি হচ্ছে না রান্নার গ্যাস

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৪ এপ্রিল ২০২১  
মাগুরায় সরকারি দামে বিক্রি হচ্ছে না রান্নার গ্যাস

মাগুরায় সরকারি বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না রান্নার গ্যাস (এলপিজি) সিলিন্ডার। ব্যবসায়ীরা বলছেন, ‘বেশি দামে কিনে কম দামে বিক্রির কোনো সুযোগ নাই।’

গ্রাহকদের অভিযোগ, সরকার দাম কমালেও সেই সুফল পাচ্ছেন না তারা।

গত সোমবার (১২ এপ্রিল) তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি ১২ কেজির এলপিজি সিলিন্ডার ৯৭৫ টাকা দাম নির্ধারণ করে দেয়।

আজ বুধবার (১৪ এপ্রিল) মাগুরা সদর এবং মহম্মদপুর উপজেলার চারটি দোকান ঘুরে ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কোথাও বেধে দেওয়া দামে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে না। এলাকা ও কোম্পানি ভেদে বেসরকারি খাতে এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১২০০ টাকা থেকে ১১০০ টাকায়।

মহম্মদপুর সদরের খুচরা এলপিজি সিলিন্ডার ব্যবসায়ী কামাল হোসেন জানান, তারা আগে থেকে বেশি দামে কিনেছেন। কোম্পানিগুলো দাম না কমালে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব নয়।

এদিকে গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ- সরকারি সিলিন্ডারের দাম কম হলেও কোথাও তা খুঁজে পাওয়া যায় না।

মাগুরা সদরের দোয়ারপাড়ের বাসিন্দা স্কুল শিক্ষক বাসনা রায় বলেন, ‘রান্নার এলপিজি সিলিন্ডারের দাম অস্থিতিশীল। ঘণ্টায় ঘণ্টায় দাম বাড়ে। সরকারের বেধে দেওয়া দামে গ্যাস এখনো পাওয়া যাচ্ছে না।’

নাম প্রকাশ না করার শর্তে দুটি এলপিজি কোম্পানির বিক্রয় প্রতিনিধি জানান, গ্যাসের পরিবহন খরচ বদলানোর কারণে দাম বাড়ে। এলপিজি গ্যাসের দাম কমাতে হলে পরিবহন খরচ কমাতে হবে।

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘সরকার ঘোষিত দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে কি না, যাচাই করে দেখা হবে।’

শাহীন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়