ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রধানমন্ত্রীর ঘরের আশায় তোহমিনা 

মোসলেম উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৫৯, ১৪ এপ্রিল ২০২১
প্রধানমন্ত্রীর ঘরের আশায় তোহমিনা 

তোহমিনা বেগম, ছয় বছরের মেয়ে নিয়ে দিনাজপুরের হাকিমপুরে একটি ভাঙা ঘরে থাকেন। স্বামী থাকতেও নেই। প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় একটি ঘর পাওয়ার আশায় পথ চেয়ে বসে আছেন। 

কন্যা সন্তানকে নিয়ে বাবার কাঁধে বোঝা হয়ে আছেন তিনি। চেয়ারম্যান-মেম্বারদের নিকট চাইলেও মেলেনি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া একটি ঘর।

 

হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া রেলস্টেশনের পূর্ব পাশে হিলি-বিরামপুর সড়কের সঙ্গে তিন শতক জায়গার উপর টিনের ঘেরা একটি ভাঙা ছোট ঘর। আর সেই ছোট ঘর বৃদ্ধ বাবা আর ৬ বছরের শিশু সন্তানকে নিয়ে তোহমিনার বসবাস। একটু ঝড়-বৃষ্টিতে কেঁপে ওঠে সেই ঘর। টাকার অভাবে পুরাতন ঘরটি মেরামত করতে পারছেন না তাহমিনা। 

তার বিয়ে হয়েছে নয় বছর আগে, প্রায় তিন বছর হলো স্বামী আবার বিয়ে করে চলে গেছেন, খরচ দেওয়াসহ শিশুটির কোনো খোঁজ-খবর রাখেন না তার স্বামী। খেয়ে না খেয়ে দিন পার করছেন তোহমিনা। 

প্রতিবেশী মোজাফফর হোসেন বলেন, ‘মেয়েটি বড় দুঃখী, স্বামী অন্যত্র বিয়ে করে চলে গেছে। বাবা মতিয়ার রহমান গরীব মানুষ। মেয়ে আর নাতনিকে নিয়ে ছোট একটা কুঁড়ে ঘরে থাকে। এতে তাদের খুব কষ্ট হয়।’

বাবা মতিয়ার রহমান বলেন, ‘রাস্তার সঙ্গে টিন দিয়ে কোনো রকম একটা ঘর করে আছি। সরকার যদি একটা ঘর আমার মেয়েকে উপহার দিতো, তাহলে উপকার হতো।’

তোহমিনা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘আমরা গরীব মানুষ, কেউ খোঁজ রাখে না। একটা ঘরের জন্য বিভিন্ন জনের কাছে গেছি। এখনো কোনো ব্যবস্থা হয়নি। সামান্য জায়গাতে ভাঙা ঘরে বাবা আর বাচ্চাকে নিয়ে বড় কষ্টে আর আতঙ্কে আছি। সরকার যদি আমাকে একটা ঘর তৈরি করে দেয়, তাহলে আমার আর কোনো কষ্ট, দুঃখ থাকবে না।’

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন বলেন, ‘সরকারি ঘর পাওয়ার বিভিন্ন নীতিমালা রয়েছে, ডাঙ্গাপাড়ার তাহমিনা যদি এই নীতিমালার মধ্যে পড়ে, তাহলে অবশ্যই সে ঘর পাবে। বর্তমানে যেসব অসহায়-হতদরিদ্র পরিবারের কোনো জায়গা বা ঘর নেই, তাদের মাঝে এই সরকারি ঘরগুলো দেওয়া হচ্ছে। আগামীতে যদি ‘জায়গা আছে, ঘর নেই’ এমন সরকারি বরাদ্দ আসে, তাহলে অবশ্যই তোহমিনাকে একটি ঘর দেওয়া হবে।’ 

দিনাজপুর/মাহি 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়