Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৮ অক্টোবর ২০২১ ||  কার্তিক ১২ ১৪২৮ ||  ২০ রবিউল আউয়াল ১৪৪৩

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ১৪ এপ্রিল ২০২১  
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা: একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

প্রতীকি ছবি

লকডাউনের প্রথম দিনেই গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। 

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কালিতলায় যাত্রীবাহী একটি আটোভ্যানকে মাল বোঝাই কাভার্ড ভ্যান চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ হাসান নামের এক জনের মৃত্যু হয়।

এছাড়া গুরুতর আহত অবস্থায় তিন জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও এক জনকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

এদের মধ্যে সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই পরিবারের আনিছুর, তার মা রেনুকা বেগম এবং বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিছুরে স্ত্রী রাজিয়া বেগম মারা যান। তাদের ১৫ দিনের একটি শিশু গুরতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি। ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহাকারী পালিয়ে গেছে।

দয়াল/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়