ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে ১২ ভ্রাম‌্যমাণ আদালতে ৭৯ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:০০, ১৫ এপ্রিল ২০২১
হবিগঞ্জে ১২ ভ্রাম‌্যমাণ আদালতে ৭৯ মামলা

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ১২টি ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনার মাধ‌্যমে ৭৯টি মামলা করা হয়েছে। এতে করোনা মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশাবলী মেনে না চলার জন‌্য ৭৯ জন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহান নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, হবিগঞ্জ জেলায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম‌্যমাণ আদালতের মাধ‌্যমে পরিচালিত অভিযানে ৭৯টি মামলার মাধ্যমে ৭৯ জন ব্যক্তিকে ৩১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তাছাড়া করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জনগণকে সচেতন করা হয়েছে। জেলার সকল উপজেলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ কার্যক্রম চলমান আছে বলেও জানান তিনি।

মামুন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়