ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৫, ১৫ এপ্রিল ২০২১  
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কঠোর লকডাউনের প্রথম দিনে গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন— শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সকাল থেকে শ্রীপুরের বিভিন্ন অংশে কঠোর লকডাউনের বিষয়টি মনিটরিং করা হয়। এসময় শ্রীপুরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট সাতটি মামলায় বিভিন্ন অংকের মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অনেককেই স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতন করা হয়।

কঠোর লকডাউন বাস্তবায়ন ও সার্বিক পরিস্থিতি দেখতে মাঠে ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মুশতারী। এছাড়া, শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়