Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

ট্রাকচাপায় সওজ উপ-সহকারী প্রকৌশলী নিহত 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:১৫, ১৫ এপ্রিল ২০২১
ট্রাকচাপায় সওজ উপ-সহকারী প্রকৌশলী নিহত 

ময়মনসিং‌হে ট্রা‌কচাপায় পিষ্ট হ‌য়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাসেল মৃধা (৩৭) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ এ‌প্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থা‌নে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা।

মো. রাসেল মৃধা নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরুজ তালুকদার জানান, আজ  সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ যাচ্ছিলেন। পথে শম্ভুগঞ্জ স্বপ্না মোড় নামক স্থা‌নে এক  ট্রাক তার  মোটরসাইকেলকে চাপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
 

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়