ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভিজিডির চাল বিক্রির চেষ্টা: আটক ১, চাল জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১৫ এপ্রিল ২০২১  
ভিজিডির চাল বিক্রির চেষ্টা: আটক ১, চাল জব্দ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভিজিডি কর্মসূচির চাল বস্তা পরিবর্তন করে অবৈধভাবে বিক্রির উদ্দ্যেশে পরিবহনের সময় জাবের মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি উপজেলার শিবপাশা গ্রামের অতু মিয়ার ছেলে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখিয়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সময় ভিজিডির ৬২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মো. মতিউর রহমান খান মোবাইল কোর্ট পরিচালনা করে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুসারে তাকে কারাদণ্ড প্রদান করেন। 

এর আগে রাত ৮টায় উপজেলার কাকাইলছেও রোড থেকে তিন হাজার ১০০ কেজি চাল (৫০ কেজি ওজনের ৬২ বস্তা) গাড়িভর্তিসহ জাবের মিয়াকে আটক করা হয়। 

পরে জব্দকৃত চালের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজমিরীগঞ্জকে দায়িত্ব দেওয়া হয়।

অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গাজী মাজহারুল আনোয়ার ও এসআই শওকতের নেতৃত্বে আজমিরীগঞ্জ থানার পুলিশ সহযোগিতা করেন।

মামুন চৌধুরী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়