ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের ২৩ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২৪, ১৬ এপ্রিল ২০২১  
শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের ২৩ মামলা

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের ২৩টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত শায়েস্তাগঞ্জ পৌর শহরের ওয়ার্কশপ এলাকা, দাউদনগর বাজার, ড্রাইভার বাজার, পুরানবাজার ও রেলওয়ে স্টেশন এলাকায় এ কোর্ট পরিচালনা করেন  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।

এ সময় স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা, নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, বিনা প্রয়োজনে বাহিরে বের হওয়া এবং হেলমেট ব্যবহার না করে মোটর সাইকেল চালানোর অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫(২) ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(২) ধারা অনুযায়ী ২৩টি মামলায় জরিমানা আদায় করা হয়।

সিপিসি-১ এর একটি দল ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশের আরেকটি দল কোর্ট পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে।

মামুন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়