ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিরাজগঞ্জে ৫৭১ ব্যক্তিকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৫৮, ১৬ এপ্রিল ২০২১
সিরাজগঞ্জে ৫৭১ ব্যক্তিকে জরিমানা

করোনাভাইরাস বিস্তার রোধকল্পে সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় গত ১১ দিনে (৫ এপ্রিল-১৫ এপ্রিল) পর্যন্ত ৫৭১ ব্যক্তিকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের করোনা সেলের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে মাস্ক না পরা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হওয়াসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪০ ব্যক্তিকে মোট ১৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে। এ নিয়ে গত ১১ দিনে (৫ এপ্রিল-১৫ এপ্রিল) পর্যন্ত ৫৭১ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। দণ্ডিত এসব ব্যক্তির কাছ থেকে ১ লাখ ৭১ হাজার ৮০০ টাকা আদায় করা হয়েছে।

রাসেল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়