ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৪৭, ১৬ এপ্রিল ২০২১
চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা কমার লক্ষণ দেখা গেলেও আশঙ্কাজনকভাবে বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায চট্টগ্রাম মহানগরীতে মারা গেছে ৮ জন। একই সময়ে নতুন করে ৩০৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। 

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া সর্বশেষ করোনার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা, আসিফ খান।

চট্টগ্রামের করোনা প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের পিসিআর ল্যাবগুলোতে ১ হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩০৫ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকায় ২৭১ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৩৪ জন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৬ দশমিক ৭০ শতাংশ। 

এদিকে, ২৪ ঘণ্টায় মহানগরীতে ৮ জনের মৃত্যু নিয়ে চট্টগ্রাম জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।  

রেজাউল/বকুল  

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়