Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২৩ রমজান ১৪৪২

ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ১৬ এপ্রিল ২০২১  
ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে ছাদের ওপর বন্ধুদের সঙ্গে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাইনুদ্দিন (৭) নামের এক শিশু মারা গেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইনুদ্দিন ফুলবাড়িয়ার ৩ নম্বর ওয়ার্ডের আলামীন মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মাইনুদ্দিন শুক্রবার সকালে ছাদের ওপর ঘুড়ি ওড়ানোর সময় সেটি গাছের সঙ্গে আটকে যায়। গাছ থেকে ঘুড়ি পাড়তে গেলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায় সে। পরিবারের সদস‌্যরা মাইনুদ্দিনকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটি মারা গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলেটির হাত-পা পুড়ে গেছে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় ছেলেটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এ কারণে তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, হাসপাতালে সূত্রে জানতে পারি, মাইনুদ্দিন নামের একটি শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাইনুদ্দিনের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।

রুবেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়