ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নরসিংদীতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৬ এপ্রিল ২০২১  
নরসিংদীতে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৬৯২ জনে। 

শুক্রবার (১৬ এপ্রিল) বিকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম।

সিভিল সার্জন বলেন, একদিনে ১৬৮ জনের নমুনা পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। এতে ৩৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, পলাশে ১২ জন ও মনোহরদীতে ৩ জন। এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় সদরে ৪ জন, বেলাব ২ জন ও মনোহরদীতে ১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে মধ্যে সদর উপজেলায় ২৩৪৮ জন, শিবপুরে ৩৩১ জন, পলাশে ৪৩৭ জন, মনোহরদীতে ২০৯ জন, বেলাবোতে ১৬৭ জন, রায়পুরাতে ২০০ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২২ হাজার ৬৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৪৮৮ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৮ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩১ জন, পলাশের ৩ জন, বেলাব ৬ জন, রায়পুরা ৮ জন, মনোহরদীতে ৩ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।

মাহমুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়