ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হবিগঞ্জ জেলা শহরে মোবাইল কোর্টে ৪ মামলা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ১৬ এপ্রিল ২০২১  
হবিগঞ্জ জেলা শহরে মোবাইল কোর্টে ৪ মামলা

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে হবিগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি মামলা দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু চৌধুরী এ কোর্ট পরিচলনা করেন। চার মামলায় চার ব্যক্তির কাছ থেকে দুহাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এছাড়া শহরের চৌধুরীবাজার, ঘাটিয়াবাজার এবং বানিয়াপট্টি এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয়কারী দোকান ছাড়া অন্যান্য যেসব দোকান সরকারি আদেশ অমান্য করে খোলা রাখা হয়েছিল, সেগুলো বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে জনসাধারণকে মাস্ক পড়তে উদ্বুদ্ধ করে অবাঞ্ছিতভাবে বাইরে ঘোরাফেরা করা পথচারীদের ঘরে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। র‌্যাব ও পুলিশের পৃথক দুইটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।

মামুন চৌধুরী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়