Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৬, ১৬ এপ্রিল ২০২১  
ময়মনসিংহে করোনা ইউনিটে একদিনে ৫ জনের মৃত্যু

ফাইল ফটো

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

মৃতরা হলেন- রেনু দে (৬৭), মাহমুদা আলম (৬০), পুষ্পা রাণী (৬৫), মোতালেব মিয়া (৪৫) ও রোজী বেগম (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত করোনা ইউনিটে রেনু দে ও মাহমুদা আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বাকি তিন জন পুষ্পা রাণী, মোতালেব মিয়া ও রোজী বেগম করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার (১৬ এপ্রিল) ২৮২টি নমুনা পরীক্ষা করে ৪১ জন করোনা শনাক্ত হয়েছেন। 

এর মধ্যে সদরে ২৩ জন, ভালুকায় ১১ জন, ত্রিশালে দুজন, মুক্তাগাছায় এক জন, হালুয়াঘাটে এক জন, ফুলবাড়িয়ায় এক জন, ফুলপুরে এক জনের করোনা শনাক্ত হয়েছেন।

মিলন/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়