Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৯ মে ২০২১ ||  বৈশাখ ২৬ ১৪২৮ ||  ২৬ রমজান ১৪৪২

ফেসবুকে পোস্ট দেখেই নির্দেশ জেলা প্রশাসকের

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৮, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৫৬, ১৭ এপ্রিল ২০২১
ফেসবুকে পোস্ট দেখেই নির্দেশ জেলা প্রশাসকের

লকডাউনে অসহায় দিন পার করছেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ওসমানপুর গ্রামের বাসিন্দা ৮১ বছর বয়স্ক বৃদ্ধ মো. ফজলু মিয়া ফকির ও ৮৪ বছর বয়স্ক আব্দুল কাদির ফকির। ফেসবুকে এমন একটি পোস্ট নজরে পড়ে জেলা প্রশাসক ইশরাত জাহানের।

জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে খোঁজ নিতে বলেন এবং প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। নির্দেশ মতে, দ্রুত খোঁজ নেওয়ার পর ঘটনার সত্যতা পেয়ে খাবারও পৌঁছে দেয় উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল ও নাজির কৃষ্ণ কুমার সিংহ ৩০ কেজি করে চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী এই দুই বৃদ্ধের বাড়িতে পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে অসহায়দের কাছে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিতে চাই।

তিনি লকডাউনের কঠিন সময়ে অসহায় জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, এই কোভিড মহামারির কঠিন সময়ের মোকাবেলা সবাইকে ঐক্যবদ্ধভাবে করতে হবে। প্রতিবেশীদের খোঁজখবর রেখে দুঃসময়ে তাদের পাশে দাঁড়াতে হবে।

মামুন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়