ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনামুক্ত হলেন মেহের আফরোজ চুমকি

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ১৭ এপ্রিল ২০২১  
করোনামুক্ত হলেন মেহের আফরোজ চুমকি

মেহের আফরোজ চুমকি

নভেল করোনাভাইরাস মুক্ত হয়েছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। কোভিড-১৯ আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এই প্রতিমন্ত্রীর সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম। মাজেদুল ইসলাম জানান, জাতীয় সংসদ এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শনিবার (১৭ এপ্রিল) ওই নমুনার নেগেটিভ রিপোর্ট আসে।

গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর দিনে নিজে টিকা নিয়ে কালীগঞ্জ উপজেলাব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চুমকি। টিকা নেওয়ার ১ মাস ২২ দিন পর করোনা উপসর্গ থাকায় গত ২ এপ্রিল পরীক্ষার জন্য নমুনা দেন। ওই নমুনা পরীক্ষায় তার পজেটিভ রেজাল্ট আসে। এর ১৫ দিন পর তিনি করোনামুক্ত হলেন।
 
মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসন থেকে টানা চার বার নির্বাচিত সংসদ সদস্য। 

রফিক/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়