ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভৈরবে পৃথক ঘটনায় নিহত ৪

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৭ এপ্রিল ২০২১  
ভৈরবে পৃথক ঘটনায় নিহত ৪

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৃথক ঘটনায় চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে তিনটায় ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ হাসান সিদ্দিকি ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একই পক্ষের দুজন নিহত হয়েছেন। এদিন সকালে একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গত রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পথচারীর নিহতের ঘটনা ঘটেছে। 

পুলিশ জানায়, উপজলার আগানগর ইউনিয়নের খলাপাড়া গ্রামের শেখ বংশের সঙ্গে একই গ্রামের শিকদার বংশের লোকজনের সকাল নয়টার দিকে এ সংর্ঘষের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শেখ বংশের পাভেল মিয়া নামে এক যুবক নিহত হয়। পরে দুপুর ১২টার দিকে লুদিয়া গ্রামে দুই পক্ষের লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের টেটাঁবিদ্ধ হয়ে শেখ বংশের মুকবুল হাসান নামে আরও এক যুবক নিহত হয়। এছাড়াও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

এছাড়া শনিবার সকালে গাজীরটেক এলাকা থেকে শরীফ মিয়া নামে আরও একজনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অন্যদিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে পৌর শহরের চন্ডিবের খান বাড়ির ফারুক খান নামে একজন নিহত হয়েছেন।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রুমন চক্রবর্তী/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়