ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মাগুরা সংঘবদ্ধ চোর চক্রের ৮ সদস্য আটক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ২২:২৬, ১৭ এপ্রিল ২০২১
মাগুরা সংঘবদ্ধ চোর চক্রের ৮ সদস্য আটক

মাগুরা সদরে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় সদর থানা পুলিশ অভিযুক্তদের পরিচয় প্রকাশ করে। 

পুলিশ বলছে আটককৃতরা বিভিন্ন এলাকায় চুরিসহ নানা অপরাধে যুক্ত ছিল। তাদের কাছ থেকে চুরি যাওয়া মালপত্র উদ্ধার করা হয়েছে।

মাগুরা সদর থানা চত্বরে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান (অপরাধ ও প্রশাসন) সাংবাদিকদের জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে মাগুরা শহরতলীর পাড়া-মহল্লায় বাড়ি ও দোকানঘর থেকে চুরির ঘটনা ঘটে।

চোর ও চুরি যাওয়া মালপত্র উদ্ধারের জন্য শহরের বিভিন্ন বিশেষ অভিযান পরিচালনা করে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে ম্যাটারনিটি পাড়ার সাজ্জাদ হোসেনকে পুলিশ প্রথমে আটক করে। 

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জামরুলতলার মাঝিপাড়ার চন্দন ঘোষ (৩৫), স্টেডিয়াম পাড়ার রবিউল ইসলাম (৩২), নিজনান্দুয়ালী এলাকার মুসলিম শেখ (১৯), রাজু আহমেদ (২০), রকি শেখ (২২), পিটিআই পাড়ার রাসেল বিশ্বাস (২০) ও গোরস্থান পাড়ার আব্দুর রশিদকে (৪৫) আটক করে পুলিশ। 

এসময় তাদের নিকট থেকে পুরাতন ছয়টি বাই সাইকেল, একটি পাম্প মেশিন ও একটি এলপি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে আসামি চন্দন ঘোষের বিরুদ্ধে ১৬টি, সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে ১২টি, রাজু শেখের বিরুদ্ধে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

শাহীন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়