ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শরণখোলায় দোকান খোলা রাখায় ১১ হাজার টাকা জরিমানা 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০০, ১৭ এপ্রিল ২০২১  
শরণখোলায় দোকান খোলা রাখায় ১১ হাজার টাকা জরিমানা 

বাগেরহাটের শরণখোলা উপজেলায় লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মুদি, টিনের ও ইলেকট্রিকের দোকান খোলা রাখায় চার ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৭ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন এই জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, কঠোর লকডাউনের মধ্যে রায়েন্দা বাজার ও পাঁচ রাস্তার মোড় বাজারে দোকান খোলা রাখায় ডালিম স্টোরকে ২ হাজার টাকা, মিন্টু স্টোরকে ৫ হাজার টাকা, আনোয়ার স্টোরকে ২ হাজার ও হেলাল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আগের দিন শুক্রবার (১৬ এপ্রিল) বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক না পরা ও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০টি মামলায় ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

টুটুল/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়