ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সেই ধান কাটা শ্রমিকদের গন্তব্যে পাঠালো পুলিশ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৭ এপ্রিল ২০২১  
সেই ধান কাটা শ্রমিকদের গন্তব্যে পাঠালো পুলিশ

অবশেষে সেই ধানকাটা ১১০ শ্রমিককে বাসে করে তাদের গন্তব্যে পাঠিয়েছে এলেঙ্গা হাইওয়ে পুলিশ। 

শনিবার বিকেল ৪ টার দিকে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাতের সার্বিক সহযোগিতায় তাদেরকে মুন্সিগঞ্জের শ্রীনগর ও হবিগঞ্জের বানিচাং থানা এলাকায় পাঠানো হয়। 

এর আগে শুক্রবার (১৬ এপ্রিল) রাত থেকে দুটি ট্রাকসহ ধানকাটা শ্রমিকরা পুলিশ হেফাজতে ছিলো।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, ‘শুক্রবার রাতে পাবনা থেকে দুটি ট্রাকে করে ১১০ জন শ্রমিক যাত্রা শুরু করে। তারা স্বাস্থ্যবিধি না মেনে অনিরাপদভাবে যাচ্ছিলেন। তাই রাতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। রাত গভীর হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের বাসে পাঠানো সম্ভব হয়নি। পরবর্তীতে শনিবার বাস মালিকদের সঙ্গে কথা বলে পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সহায়তায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বাসে করে তাদের গন্তব্যে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, শুক্রবার রাতে ১১০ জন ধান কাটা শ্রমিকসহ দুটি ট্রাক আটক করে পুলিশ। রাতে গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগ পোহাতে হয় শ্রমিকদের। বিষয়টি নিয়ে একাধিক মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। পরে পুলিশ তাদের বাসে করে গন্ত্যবে পাঠানোর ব্যবস্থা করে।

কাওছার/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়