ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বাঁশখালীর ঘটনায় পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৮ এপ্রিল ২০২১   আপডেট: ০৭:৫৫, ১৯ এপ্রিল ২০২১
বাঁশখালীর ঘটনায় পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ২ মামলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।

দুটি মামলাতেই সংঘর্ষ ও হতাহতের ঘটনায় শ্রমিকদেরকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বাঁশখালী থানায় এই দুটি মামলা দায়ের হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল কবির।

ওসি শফিউল কবির জানান, শনিবার বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ, ভাঙচুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনায় বিদ্যুৎকেন্দ্রের সমন্বয়ক ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত পরিচয় ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

অপরদিকে, পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

এদিকে, শনিবারের ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসন গঠিত ৪ সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করেছে। পৃথকভাবে ঘটনা তদন্ত করছে পুলিশের তিন সদস্যের একটি তদন্ত কমিটি।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়