ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাগের মাথায় সেই আমটি ছিঁড়ে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০০, ২০ এপ্রিল ২০২১
রাগের মাথায় সেই আমটি ছিঁড়ে ফেলার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে লিচু গাছে ধরা আমটি রাগের মাথায় ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে সিকিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই এলকার ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

মঙ্গলবার (২০ এপ্রিল) আমটি ছিঁড়ে ফেলেন তিনি। এদিকে লিচু গাছে ধরা আমটি ছিঁড়ে ফেলায় দর্শনার্থীরা হতাশা ব্যক্ত করেছেন।

লিচু গাছে আম ধরেছে। দুদিন আগে এ খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে মানুষ আম দেখতে ওই বাড়িতে ভিড় জমাচ্ছিলেন। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লিচু গাছে আম দেখতে আসা এক দর্শনার্থী আমটি দেখতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘সদর উপজেলা বালিয়া এলাকায় লিচু গাছে আম ধরার দৃশ্য দেখার জন্য আসলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এলাকার সিকিম মেম্বার আমিটি ছিঁড়ে ফেলেছেন।’

লিচু গাছের মালিক আব্দুর রহমান জানান, লিচু গাছটি বাড়িতে লাগানো। ওই গাছে একটি থোকায় লিচুর সঙ্গে একটি আম ধরতে দেখা যায়। বিষয়টি আমার নাতি হৃদয় প্রথম দেখতে পায়। ধীরে ধীরে এলাকার লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর চারদিকে এ সংবাদ ছড়িয়ে পড়ে। কিন্তু দুঃখের বিষয় এলাকার সাবেক মেম্বার সিকিম সকালে লিচু গাছ থেকে আমি ছিঁড়ে ফেলেছেন। এতে করে যারা আমটি দেখতে আসছেন, তাদের হতাশ হতে হচ্ছে।’

অভিযুক্ত সিকিম মেম্বার বলেন, ‘এলাকায় একটি লিচু গাছে আম ধরেছে। সেটি দেখার জন্য সারাদিন অনেক দূর থেকে মানুষ আসছে। গাড়ি নিয়েও লোক জন দলে দলে ভিড় করছে। এতে গতকাল আমার ভাতিজা মোটরসাইকেল এক্সিডেন্ট করে আহত হয়েছে। তাই রাগের মাথায় আমটি ছিঁড়ে ফেলেছি। পরে বুঝতে পেরেছি, আমটি ছেঁড়া ঠিক হয়নি।’

হিমেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়