ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

উদ্বোধনের আগেই ধসে পড়লো যাত্রী ছাউনি

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪০, ২০ এপ্রিল ২০২১  
উদ্বোধনের আগেই ধসে পড়লো যাত্রী ছাউনি

সিলেটের জকিগঞ্জের আমলসীদে উদ্বোধনের আগেই ধসে পড়েছে যাত্রী ছাউনি। 

গতকাল সোমবার (১৯ এপ্রিল) রাতের কোন একসময় ছাউনি ধসে পড়েছে খাদে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি খাদের পাশেই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা না হলেও যাত্রীরা এখানে অবস্থান করতেন। রাতের বেলা ধসে পড়ে। সেসময় সেখানে কোনো লোকজন ছিল না। 

আমলসীদ এলাকার বাসিন্দা মঞ্জু আহমদ বলেন, ‘আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও দিনের বেলায় অনেক যাত্রী এ ছাউনিতে বসে গাড়ির অপেক্ষা করতেন। রাতে ধসে পড়ায় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।’

বারঠাকুরী ইউনিয়ন পরিষদের অর্থায়নে দুই লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত যাত্রী ছাউনিটি নির্মাণ করা হয়। পিআইসির মাধ্যমে এই নির্মাণ কাজ করান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আতাউর রহমান। 

এ বিষয়ে কথা বলতে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপুর দাবি, ‘এই ছাউনি পিআইসির মাধ্যমে নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও ইউনিয়ন পরিষদকে এখনও প্রকল্পটি হস্তান্তর করা হয়নি।’

নোমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়