Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১১ মে ২০২১ ||  বৈশাখ ২৮ ১৪২৮ ||  ২৮ রমজান ১৪৪২

করোনার কাছে হার মানলেন শিক্ষাবিদ মালেকা বেগম

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ০৯:০৫, ২১ এপ্রিল ২০২১
করোনার কাছে হার মানলেন শিক্ষাবিদ মালেকা বেগম

মালেকা বেগম

করোনাভাইরাসের কাছে হার মানলেন খুলনার বিশিষ্ট শিক্ষাবিদ মালেকা বেগম (৬৭)।

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রজিউন)।

মালেকা বেগম খুলনার মুন্নুজান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনা জিলা স্কুল ও করোনেশন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে দীর্ঘ কয়েক বছর কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসর জীবন-যাপন করছিলেন।

তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক প্রধান শিক্ষিকা মালেকা বেগমের মৃত্যুতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ খুলনার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বড় ছেলে মিজানুর রহমান মিজান জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর ১৪ এপ্রিল তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদ আসর খুলনা জিলা স্কুল মাঠে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। রাতেই মাদারীপুরের শিবচরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়