ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

স্বাস্থ্যবিধি মেনে চলার শপথ নিলেই মিলছে ইফতার

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২১ এপ্রিল ২০২১   আপডেট: ১০:০৩, ২১ এপ্রিল ২০২১
স্বাস্থ্যবিধি মেনে চলার শপথ নিলেই মিলছে ইফতার

মাগুরায় স্বাস্থ্যবিধি মেনে চলার শপথ নিলেই মিলছে ইফতার।

মাস্ক পরিধান করবো স্বাস্থ্য বিধি মেনে চলবো— এমন সব স্লোগানকে সামনে নিয়ে  প্রতিদিন একশত নিম্ম আয়ের রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করছেন চৌরঙ্গী ক্লাব নামের একটি সামাজিক সংগঠনের কর্মীরা।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে শহরের চৌরঙ্গী মোড়ে একশত রোজদার মানুষের মাঝে ইফতার বিরতণ করে সংগঠনটি।

ইফতার বিতরণ অনুষ্ঠানে মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল প্রধান অতিথি থেকে খেটে খাওয়া নিম্ম আয়ের মানুষের মাঝে এ ইফতারসামগ্রী বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—  মাগুরা জাতীয় সাবেক ফুটবলার উজ্জ্বল,জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,চৌরঙ্গী ক্লাবের আহবায়ক কাজী আশিকুর রহমান শশি।

কাজী আশিকুর রহমান শশি বলেন, ‘সারা দেশে যখন করোনায়  লকডাউনে মানুষে ঘর বন্দি।  কোথাও বের হতে পারছে না। সেখানে শপথ নিলেই এক প্যাকেট ইফতার দিচ্ছে ক্লাব চৌরঙ্গী। প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে গাড়িতে করে আমরা রোজাদার মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি। সামনে যে কয়টা দিন রয়েছে প্রতিদিন আমরা একশত মানুষে খাবার বিতরণ করবো।’ 

প্রতিদিন  বিকেলে ইজিবাইক নিয়ে হাজির হন হাফিজার মোল্ল্যা। তার মতো অনেকেই অপেক্ষা করেন এই ইফতারের জন্য।

ষাটোর্ধ্ব হাফিজার বলেন, ‘মাস্ক পরা থাকলে দারুণ একটা খাবারের প্যাকেট পাই। গাড়িতে রেখে দেই। আজান হলে গাড়িতে বসেই খেয়ে নেই। এক সঙ্গে ইফতার ও স্বাস্থ্য বিধি মানা উভয় কাজই হলো।’

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়