ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ২১ এপ্রিল ২০২১  
রাজশাহীতে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের হয়েছে।

মামলার বাদী রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন মামলার সত‌্যতা নিশ্চিত করেছেন।

মামলার আর্জিতে তৌরিদ আল মাসুদ রনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।

মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি ওসি নিবারন চন্দ্র বর্মনের হাতে এজাহারের কপি তুলে দেন।

ওসি নিবারন চন্দ্র জানান, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তারা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেপ্তারের চেষ্টা করবেন।

এ সময় মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়