ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বরিশালে একদিনে শনাক্তের হার ৫৭.৫২ শতাংশ 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২১ এপ্রিল ২০২১  
বরিশালে একদিনে শনাক্তের হার ৫৭.৫২ শতাংশ 

বরিশালে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ শনাক্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৭.৫২ ভাগ।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৯টায় নমুনা পরীক্ষার পর এ রিপোর্ট দেন আরটি-পিসিআর ল্যাবের ইনচার্য সহকারী অধ্যাপক ডা. এ কে এম আকবার কবির।

গত বছরের এপ্রিলে আরটি-পিসিআর ল্যাব চালু হওয়ার পর একদিনে এটিই সবোর্চ্চ পজেটিভ শনাক্ত হয়েছে বলে মাক্রোবায়লোজী বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এদিকে, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত। এই সময়ে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৩০ জন রোগী। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। 

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান শাহিন বলেন, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১৪১ জন রোগী। যার মধ্যে ৫৩ জন করোনা আক্রান্ত। হাসপাতালের ১২টি আইসিইউর সবগুলো রোগীতে পরিপূর্ণ। আইসিইউ খালি না থাকায় প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না মুমূর্ষু রোগীরা।  
 

স্বপন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়