ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চট্টগ্রামে সব থানায় অক্সিজেন ব্যাংক চালু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২১ এপ্রিল ২০২১  
চট্টগ্রামে সব থানায় অক্সিজেন ব্যাংক চালু 

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত নগরবাসীর সেবায় এখন থেকে প্রতিটি থানায় গড়ে তোলা হচ্ছে অক্সিজেন ব্যাংক। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন। 

দেশের অন্যান্য জেলার ন্যায় বন্দর নগরী চট্টগ্রামেও করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে। করোনাভাইরাস দ্রুত ফুসফুসে সংক্রমিত হয়। এতে আক্রান্ত ব্যক্তির শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। সঠিক সময়ে অক্সিজেনের সরবরাহ না থাকায় আক্রান্ত ব্যক্তি মারা যাচ্ছে। 

বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় অক্সিজেন ব্যাংক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত যে কোনো ব্যক্তি জরুরি প্রয়োজনে বিনামূল্যে নগরীর যে কোনো থানা থেকে অক্সিজেন নিতে পারবে। অক্সিজেন শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের মাধ্যমে সেই সিলিন্ডারে প্রয়োজনমতো আবার অক্সিজেন ভরে নেওয়া যাবে।
 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়