ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পঞ্চগড়ে ফের ‘রেড কোরাল কুকরি’ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২২, ২১ এপ্রিল ২০২১  
পঞ্চগড়ে ফের ‘রেড কোরাল কুকরি’ উদ্ধার

পঞ্চগড়ে তিন বারের মত নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষক এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ।

এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট এলাকার শহিদুজ্জামান শহিদের বাড়ি থেকে সাপটিকে আটক করা হয়। 

পরে বন বিভাগের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সাপটি অবমুক্ত করার সিদ্ধান্ত হয়। 

জানা গেছে, মঙ্গলবার বাড়ির পাশের বাঁশ বাগান থেকে রাত ৮টার সময় সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙ্গিনায় আসে। এসময় বাড়ির লোকজন সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় কয়েকজন ছেলে সাপটিকে রেড কোরাল কুকরি হিসেবে সনাক্ত করে। পরে তারা অক্ষত অবস্থায় সাপটিকে আটক করে শহিদের কাছে রেখে বন্যপ্রাণী সংরক্ষক ফিরোজ আল সাবাহকে খবর দেয়। খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি তাদের কাছ থেকে বুঝে নেন ফিরোজ আল সাবাহ।

ফিরোজ আল সাবাহ বলেন, ‘সাপটি সূর্যের আলো তেমন সহ্য করতে পারে না। যার কারণে রাতের আঁধারে এটিকে অবমুক্ত করা হবে।’

এর আগে, প্রথমবারের মত গত ৭ ফেব্রুয়ারি পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজার এলাকা থেকে এবং দ্বিতীয় বারের মতো গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকা থেকে মৃত অবস্থায় রেড কোরাল কুকরি উদ্ধার করা হয়।

আবু নাঈম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়