ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

খালিয়াজুরীতে ধানের বাম্পার ফলন, দামে খুশি কৃষক 

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:০৭, ২৩ এপ্রিল ২০২১
খালিয়াজুরীতে ধানের বাম্পার ফলন, দামে খুশি কৃষক 

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। সেই ধানের ভালো দাম  পাওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।  

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ২০ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়। তার মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ ও কিছু হাইব্রিড জাতের ধান রয়েছে। প্রণোদনা কর্মসূচির  আওতায় ৭ হাজার ৩০০ জন কৃষককে হাইব্রিড ধান দিয়ে সহায়তা করা হয়। এখন কৃষকরা কম্বাইন হারভেস্টার, রিপার মেশিন দিয়ে ধান কেটে দ্রুত ঘরে তুলছেন। 

শুক্রবার (২৩ এপ্রিল) পর্যন্ত হাওরের প্রায় ৮০ ভাগ ফসল কাটা সম্ভব হয়েছে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। 

খালিয়াজুরী সদরের কৃষক নিরদ দাস, শিবু দাস, মনির হোসেনসহ কয়েকজন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় ধানের ভালো ফলন ও ভালো দাম পাওয়ায তারা খুশি। সরকারি ধান সংগ্রহে প্রকৃত কৃষক যাতে গুদামে ধান দিতে পারে, সেই দাবি জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, খালিয়াজুরী উপজেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৯ হাজার ৯৫০ হেক্টরে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৭৮ মেট্রিক টন। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদন হয়েছে। ঝড়-বৃষ্টিতে হাওরের ফসল যাতে নষ্ট না হয়, সেই জন্য ভাড়ায় ৩০টি কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে।

এই কর্মকর্তা বলেন, ‘ক্ষেতের ধান প্রায় ৮০ ভাগ কাটা হয়ে গেছে। আশা করছি, আগামী এক সপ্তাহের মধ্যে সব ফসল ঘরে তোলা সম্ভব হবে।’ 
 

দেবল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়