ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে কৃষকের ৪ বিঘা জমির ধান কাটলো ছাত্রলীগ

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৪ এপ্রিল ২০২১  
গাজীপুরে কৃষকের ৪ বিঘা জমির ধান কাটলো ছাত্রলীগ

গাজীপুরে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত গাজীপুর কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাশ্বর এলাকার কৃষক মিলন মিয়ার তিন বিঘা এবং মহানগরীর টঙ্গী থানা ৪৯ নম্বর ওয়ার্ডের চাঁনকিরটেক বিলের কৃষক আব্দুল বাকেরের এক বিঘা জমির ধান কেটে মাড়াই দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় টঙ্গীতে ছাত্রলীগ নেতা মশিউর রহমান সরকার বাবুর নেতৃত্বে ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ৪০ জন এবং কালিয়াকৈরে ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেননের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মী।

কৃষক আব্দুল বাকের বলেন, ‘করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যার পাশাপাশি শ্রমিক সংকটে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছিলাম। ছাত্রলীগের ছেলেরা এসে পাশে দাঁড়ানোয় আমি অনেকটা দুশ্চিন্তামুক্ত হয়েছি।’

কৃষক মিলন মিয়া বলেন, ‘দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।’

ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেন বলেন, ‘করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ। আমরা কৃষক মিলন মিয়ার তিন বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।’

ছাত্রলীগ নেতা মশিউর রহমান সরকার বাবু বলেন, ‘বিগত বছরগুলোর মতো আমরা নৈতিক দায়িত্ব হিসেবে কৃষকদের জমির ধান কেটে, মাড়াই করে বাসায় পৌঁছে দিচ্ছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

রফিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়