ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

না.গঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: তিতাসের ৩ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ২৪ এপ্রিল ২০২১  
না.গঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণ: তিতাসের ৩ সদস্যের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় জামাই বাজারে ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে তিতাস গ্যাস কোম্পানি।  

শনিবার (২৪ এপ্রিল) বিকেলে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক জানান, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) শফিকুল ইসলাম খানকে। কমিটির অন্য সদস্যরা হলেন, তিতাস গ্যাসের নরসিংদী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন।

উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক জানান, কমিটিকে আগামী তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জামাইবাজারে তিনতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দুই মাসের এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন অগ্নিদগ্ধ হন। দগ্ধদের মধ্যে শিশুসহ ছয়জন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের দুই পাশের দেয়াল ধসে পাশের ভবনের ছাদে গিয়ে পড়ে। দেয়ালে ফাটলসহ ভবনের অন্যান্য ফ্ল্যাটও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর ভাড়াটিয়াদের অন্যত্র স্থানান্তর হওয়ার নির্দেশ দিয়ে ভবনটি সিলগালা করে দেয় প্রশাসন। জেলা প্রশাসনও এই ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রাকিব/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়