ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লালমনিরহাটে ট্রাক্টর শ্রমিকদের হয়রানি বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:১৩, ২৬ এপ্রিল ২০২১
লালমনিরহাটে ট্রাক্টর শ্রমিকদের হয়রানি বন্ধে বিক্ষোভ ও মানববন্ধন

ট্রাক্টর শ্রমিকদের নামে মামলা, চাঁদা আদায় ও প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) সকালে শহরের কালেক্টরেট মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে এসে মানববন্ধনে অংশ নেয়। ট্রাক্টর মালিক ও শ্রমিক সমিতির যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বিভিন্ন অভিযোগ করেন। তারা বলেন, নিয়ম মেনে ট্রাক্টরে পণ্য পরিবহন করলেও প্রশাসন কর্তৃক তাদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। এ ধরনের অহেতুক মামলা, উচ্চহারের জরিমানাসহ বিভিন্ন রকম হয়রানি বন্ধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দলনের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে জেলার ট্রাক্টর মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ট্রাক্টর মালিক সাখাওয়াত হোসেন, মোড়ল হুমায়ুন কবির, জহুরুল ইসলাম টিটু; শ্রমিক সমিতির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ট্রাক্টর মালিক ও চালকরা অংশ নেয়।

ফারুক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়