ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পাখির গর্তে হাত দিয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ২৭ এপ্রিল ২০২১  
পাখির গর্তে হাত দিয়ে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বারোঘরিয়া গ্রামে পাখি ধরার জন্য পুকুর পাড়ে পাখি থাকা গর্তে হাত দিয়ে সাপের কামড়ে সায়েম (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ৮ টার দিকে এঘটনা ঘটে।

সায়েম বারোঘরিয়া গ্রামের শাবান আলীর ছেলে এবং বারোঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

সায়েমের বারা শাবান আলী বলেন, বাড়ির পাশে পুকুরপাড়ে পাখি গর্তে বাসা করেছে। এলাকার ছোট ছেলেরা প্রায়ই মাটির গর্ত থেকে পাখির বাচ্চা ধরে নিয়ে যায়। তাদের দেখাদেখি সায়েম আজ (মঙ্গলবার) সকালে পাখি ধরার জন্য গর্তে হাত দিতেই সাপে ছোবল দেয়। সায়েম বাড়ি এসে জানালে আমরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এম এ মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়