ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাতকে সরকারি ৩৫ বস্তা চাল পাচারকালে আটক

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৩, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:৩৪, ৩০ এপ্রিল ২০২১
ছাতকে সরকারি ৩৫ বস্তা চাল পাচারকালে আটক

সুনামগঞ্জের ছাতকে ১০ টাকা কেজি দরের চাল পাচারকালে একটি পিকআপসহ ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা চাল আটক করেছেন স্থানীয়রা। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে এ চাল আটক করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার এসআই আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানায়, স্থানীয় দক্ষিণ খুরমা ইউনিয়নের ডিলার নাদিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মালিকের কাছ থেকে ৫০ কেজি ওজনের ৩৫ বস্তা চাল ক্রয় করেছিলেন কৈতক-রাউলী গ্রামের ব্যবসায়ী আব্দুর রহমান (হছা)। রাতে একটি পিকআপ দিয়ে সরকারি চাল নিয়ে যেতে দেখলে স্থানীয়রা পিকআপসহ চাল আটক করেন।

খবর পেয়ে ছাতক থানার এসআই আনোয়ার হোসেন পাচারকাজে ব্যবহৃত পিকআপ ভ্যান (নং-১৪-১৫৩৫) ও চাল জব্দ করে থানায় নিয়ে যান। 

ছাতক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রব জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল মানিকগঞ্জ বাজারে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেন। এসময় ডিলারসহ একাধিক লোকের সাক্ষ্য নেন। চালের ডিলার ভোক্তাদের কাছে বিক্রি করেছেন আর ভোক্তারা তাদের চাল এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে বলে জানিয়েছেন। তবে ডিলারের চাল বিক্রি বন্টন খাতাপত্রে সঠিক রয়েছে বলে জানান তিনি।

আল আমিন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়