ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পেঁয়াজভর্তি ট্রাক খাদে, ২ ভাইসহ নিহত ৩

রংপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ৩০ এপ্রিল ২০২১  
পেঁয়াজভর্তি ট্রাক খাদে, ২ ভাইসহ নিহত ৩

রংপুরের মিঠাপুকুরে পেঁয়াজবোঝাই ট্রাক খাদে পড়ার ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৮ জন।

আহতদের রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে এ পীরগঞ্জ বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ামিন রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে শহিদ আলী ও রফিকুল ইসলাম আপন দুই ভাই। তারা লালমনিরহাট সদরের চিনাতলী গ্রামের মীর বকসের ছেলে। নিহত অন‌্যজনের নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া চিকিৎসাধীন মোস্তফা, বাবু ও গুরুতর আহত কালাম মিয়া একই গ্রামের বাসিন্দা। তারা বগুড়ায় ধান কাটা শেষে বাড়ি ফিরছিলেন।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে পেঁয়াজবোঝাই একটি ট্রাক বাগেরহাট থেকে রংপুরে আসতেছিল। পথিমধ্যে ঢাকা-রংপুর মহাসড়কের কাশিপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান আর আহত হন অন্তত ১০ জন। দুর্ঘটনার খবর পেয়ে তাদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

আজ সকালে রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহিদ আলী ও রফিকুল ইসলাম। আহতরা সেখানে চিকিৎসাধীন আছেন।

আমিরুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়