ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাখির সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা 

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩০, ৩০ এপ্রিল ২০২১  
পাখির সঙ্গে এ কেমন নিষ্ঠুরতা 

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তদের ছিটানো বিষাক্ত খাবার খেয়ে ২৮টি পোষা কবুতরসহ ২০০ ঘুঘু মারা গেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা ২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা সদরের উত্তর সরালিয়া গ্রামে এমন নিষ্ঠুর ঘটনা ঘটে।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত নাছির উদ্দিন ফরাজী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বন‌্য পাখি ঘুঘু শিকারের জন্য ছিটানো বিষাক্ত খাবার খেয়ে তার কবুতর মারা গেছে।  এতে তার কমপক্ষে ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। কিন্তু প্রকৃতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

তদন্ত সাপেক্ষে এই ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 

টুটুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়