ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লকডাউনে থেমে গেছে বাস শ্রমিকদের জীবনের চাকাও

জাহিদুল হক চন্দন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১ মে ২০২১   আপডেট: ১৬:৩৪, ১ মে ২০২১

সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ৫ এপ্রিল থেকে কঠোর লকডাউন আরোপ করেছে সরকার। 

ধীরে ধীরে স্বাস্থ্যবিধি মানার শর্তে শপিংমলসহ প্রায় সবকিছু খুলে দিলেও বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। 

মানিকগঞ্জ থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় দুই হাজার গণপরিবহন চলাচল করে। এতে কাজ করেন প্রায় ছয় হাজার শ্রমিক।

লকডাউনে আয় রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। টার্মিনালে সারিবদ্ধভাবে পার্ক করে রাখা হয়েছে বাস।

কাজ কর্ম তেমন না থাকায় বাসের চালক, সহাকারী ও ভাড়া আদায়ের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তিরা কেবল গল্প গুজবেই সময় পার করছেন।

তালা ঝুলছে বাসের টিকেট কাউন্টারগুলোতেও। ধুলো ধুসরিত হয়ে রয়েছে এসব কাউন্টারের চেয়ার-টেবিলগুলো। 

মহান মে দিবসে নিজেদের দুঃখ-কষ্টের কথা জানালেন মানিকগঞ্জের পরিবহন শ্রমিকেরা।

লকডাউনে পরিবার নিয়ে টিকে থাকতে নগদ অর্থ বা ত্রাণ সহায়তা চান তারা। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল শুরু করার দাবিও জানিয়েছেন।

মানিকগঞ্জ/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়