ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

অসহনীয় গরমে স্বস্তির বৃষ্টি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:১৪, ৪ মে ২০২১  
অসহনীয় গরমে স্বস্তির বৃষ্টি

প্রচণ্ড গরম আর তীব্র দাবদাহ। প্রখর রোদে পুড়ছে প্রকৃতি। এ বছর আগের তুলনায় দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর কুষ্টিয়া সদরসহ মিরপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে।

সোমবার (০৩ মে) রাত সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এক পশলা বৃষ্টিতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে।

তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি ও পোহাতে হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের কৃষক উম্বাদ আলী বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠ-ঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে।

একই এলাকার আম চাষী সানোয়ার হোসেন বলেন, বৃষ্টির ফলে আম ভাল হবে। আমের বোটা শক্ত হবে।

কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, বৃষ্টির ফলে মাঠের ফসলের উপকার হবে। বিশেষ করে পাট চাষীরা বেশি উপকৃত হবেন।

এদিকে সোমবার রাত ১১টার দিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে দেশের ৮ বিভাগের জেলাগুলো রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে।

কাঞ্চন/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়