ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চলতি অর্থবছরে হিলিতে রাজস্ব আদায় ৩৫০ কোটি টাকা

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর) || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৩, ৫ মে ২০২১   আপডেট: ০১:১২, ৫ মে ২০২১
চলতি অর্থবছরে হিলিতে রাজস্ব আদায় ৩৫০ কোটি টাকা

করোনা ভাইরাসের মধ্যেও চলতি অর্থবছরে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৩৫০ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকা রাজস্ব আদায় করেছে হিলি কাস্টমস।

দ্বিতীয় ধাপের লকডাউনের মধ্যেও অর্থবছরে গত এপ্রিল মাসে স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯২৮ মেট্রিকটন। আর তা থেকে সরকার রাজস্ব এসেছে ৬৮ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।

গত একমাসে ভারত থেকে চাল আমদানি হয়েছে ৫৫ হাজার ৫৭ মেট্রিকটন। যা থেকে রাজস্ব আদায় ৪০ কোটি ৪৪ লাখ ২৪ হাজার টাকা। পাথর আমদানি ৮৭ হাজার ৯৫৪ মেট্রিকটন, রাজস্ব আদায় ৬ কোটি ১৫ লাখ ৬৭ হাজার টাকা। পেঁয়াজ আমদানি ৫ হাজার ৬৯৬ মেট্রিকটন, রাজস্ব আদায় ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৪ মে) হিলি চেকপোস্ট থেকে বন্দর ঘুরে দেখা গেছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে চলছে ভারত থেকে এই বন্দরে আমদানির সকল কার্যক্রম।

চেকপোস্টে ভারতীয় ট্রাকগুলোকে চেকপোস্টের প্রবেশ মুখে জীবাণুশক স্প্রে করা হচ্ছে এবং চালক ও হেলপারদের টানেলের মাধ্যমে স্প্রে করা হচ্ছে। আবার বন্দর প্রবেশ গেটে হ্যান্ড স্প্রেসহ গাড়ি স্প্রে করা। গাড়ি চালকদের নিকট হতে কাগজপাতি নিতে বন্দর কর্মীরা সামাজিক দুরত্ব রেখে লাঠির মাথায় ঝুড়ি ব্যবহার করছেন। বন্দরের ভিতর লেবার-শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে দেশি ট্রাকগুলো লোড করছেন। সবার জন্য রয়েছে আলাদা ব্যবস্থাপনা।

হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক রাইজিংবিডিকে বলেন, করোনা মোকাবিলায় আমরা বন্দরে সব ধরনের নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে আসছি। গত এপ্রিল মাসে ভারত থেকে এই বন্দরে মোট পণ্যবাহী ট্রাক এসেছে বন্দরে ৪৩০০ টি, প্রতিদিন প্রায় ১৮০ টি ট্রাক।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া রাজস্ব আদায়ের লক্ষমাত্রার তুলনায় অর্থবছরে এই বন্দরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি পেয়েছে ১৪৩%। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত লক্ষমাত্রা ছিলো ২৪৩ কোটি ৮১ লাখ টাকা। তা লক্ষমাত্রা ছাড়িয়ে চলতি অর্থবছরে এপ্রিল মাস পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ৩৫০ কোটি ২৪ লাখ ৯৯ হাজার টাকা।

 

মোসলেম উদ্দিন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়