ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফ্রান্সে ট্যাঙ্কলরি চাপায় বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৬, ৬ মে ২০২১  
ফ্রান্সে ট্যাঙ্কলরি চাপায় বাংলাদেশি যুবক নিহত

ফ্রান্সের প্যারিসে ট্যাঙ্কলরি চাপায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (০৪ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম ফজলুল হক রুমেল। তিনি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুস সহিদের প্রথম ছেলে। 

নিহত রুমেলের ছোট ভাই শামসুল হক নিপু বিষয়টি নিশ্চিত করে জানান, রুমেলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, রুমেল ২০০৯ সালে স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্য যান। পরে সেখান থেকে ফ্রান্সে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। রুমেল সেখানে ব্যবসা করলেও করোনার প্রভাবে তা বন্ধ হয়ে যাওয়ায় উবারে মোটরসাইকেল চালানোর কাজ শুরু করেন। ঘটনার দিন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কলরি তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ব্যক্তি জীবনে রুমেল বিবাহিত। তিনি চার বছরের এক কন্যা সন্তানের জনক। তার স্ত্রী-কন্যা দেশে অবস্থান করছেন। 

এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। মরদেহ দেশে আনার জন্য পরিবার যোগাযোগ করছে। 

তিনি আরও বলেন, পরবর্তীতে সরকারি সহায়তার আবেদন করলে আমরা সহযোগিতা করবো।

সাইফুল্লাহ/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়