ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

একমাসে হিলিবন্দরে রাজস্ব আদায় সাড়ে ৬৮ কোটি টাকা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৬ মে ২০২১  
একমাসে হিলিবন্দরে রাজস্ব আদায় সাড়ে ৬৮ কোটি টাকা 

চলতি বছরের এপ্রিলে  ভারত থেকে ৪ হাজার ৩০০ পণ্যবাহী ট্রাক এসেছে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এসেছে। আর  এই পণ‌্য থেকে সরকার রাজস্ব পেয়েছে ৬৮ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা। 

বৃহস্পতিবার (৬ মে) বিকেলে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।  তিনি জানান, কঠোর লকডাউনের মধ্যেও চালু ছিল ভারত থেকে হিলি বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম। গত এপ্রিল মাসে এই বন্দরে পণ্য আমদানি হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯২৮ মেট্রিক টন।’ 

সাইদুল আলম আরও জানান, এক মাসে চাল আমদানি হয়েছে ৫৫ হাজার ৫৭১ মেট্রিকটন, তা থেকে রাজস্ব আদায় হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ ২৪ হাজার টাকা। পাথর আমদানি হয়েছে ৮৭ হাজার ৯৫৪ মেট্রিকটন, রাজস্ব আদায় ৬ কোটি ১৫ লাখ ৬৭ হাজার টাকা। পেঁয়াজ আমদানি ৫ হাজার ৫৯৬ মেট্রিক টন, রাজস্ব আদায় ১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা। গম আমদানি ৯ হাজার ৩৬১ মেট্রিকটন, তবে গম শুল্কমুক্ত। 


 

/মোসলেম উদ্দিন/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়