ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শিমুলিয়া ঘাটে ৭ শতাধিক যানবাহনের সারি, চলছে ১৩ ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৭ মে ২০২১   আপডেট: ১৩:৩১, ৭ মে ২০২১
শিমুলিয়া ঘাটে ৭ শতাধিক যানবাহনের সারি, চলছে ১৩ ফেরি

ঈদকে সামনে রেখে দেশে চলমান লকডাউনের মধ্যে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।

শুক্রবার (৭ মে) সকাল থেকে পারাপারের জন্য ঘাটে ৭ শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক অপেক্ষায় থাকতে দেখা গেছে।

করোনা সংক্রমণরোধে দেশে দূরপাল্লার সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।  

গত কয়েকদিন ঢাকামুখী যাত্রীর চাপ থাকলেও শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গগামী ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহনের সংখ্যা বাড়তে থেকে ঘাট এলাকায়। সকাল থেকে যানবাহনসহ যাত্রীদের উপচে পড়া ভিড় করছেন বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহমেদ।

শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জানান, দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহন পারাপারে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে বর্তমানে সচল রয়েছে ১৩টি ফেরি। শুক্রবার ছুটির দিন হওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। মূলত কেউ কেউ আবার ঈদকে কেন্দ্র করে আগেই বাড়ি ফিরছেন। প্রথমে ছোটগাড়িগুলো পার করা হচ্ছে, পর্যায়ক্রমে সব গাড়ি পার করা হবে।

এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। এজন্য ফেরিগুলোতে চাপ বেড়েছে। তবে যাত্রীদের অনেককেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যাচ্ছে না বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়